ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বিএনপি

মহাসচিবের বক্তব্যের কাউন্টার দেশের জন্য ক্রান্তিকাল হতে পারে: এ্যানি

প্রকাশিত: ২০:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫

মহাসচিবের বক্তব্যের কাউন্টার দেশের জন্য ক্রান্তিকাল হতে পারে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন , ‘ আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন দিতে হবে, তা হবে নিরপেক্ষ নির্বাচন—তিনি এই দাবিটাই করেছেন।

এই দাবি করা খুবই যৌক্তিক। দেশের সাধারণ মানুষ এই নির্বাচনের জন্যই আন্দোলন-সংগ্রাম ও লড়াই করেছে। সরকারে যাঁরা আছেন, তাঁদের শোনার মনমানসিকতা থাকতে হবে। কথা শুনতে হবে , কথাগুলো যদি না শোনেন, উপলব্ধি যদি না করেন এবং বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে পারে।’

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×