ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দাবি ছাত্রশিবিরের

প্রকাশিত: ২০:৩৩, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৬, ২৬ জানুয়ারি ২০২৫

রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দাবি ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "বাংলাদেশ ছাত্রশিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের সাথে ঐক্য গড়তে প্রস্তুত।"

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মত প্রকাশের অবাধ সুযোগ তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।"

২৪-এর গণহত্যার বিচার দাবি

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি আরও বলেন, "২৪-এর গণঅভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থামেনি। গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাজারো ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে। 

তিনি আরো বলেন, ২৪ এর গণহত্যায় রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছে। আওয়ামী লীগ ও তার দোসদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সাথে এখনো তারা দেশে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের বরখাস্ত করবে না।

আমরা দাবি করছি ২৪ এ যারা এই গণহত্যার সাথে জড়িত অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে।পাশাপাশি প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ তারাই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ কায়েমের সবচেয়ে বড় সহায়ক।

এসময় সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আইনশৃঙ্খলা এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে।

শিক্ষকদের ওপর হামলার নিন্দা
শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, "শিক্ষক হলো জাতির কারিগর। শিক্ষকদের ওপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়।"

রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি রাজবন্দিদের মুক্তি দাবি জানিয়ে বলেন, বিগত ১৫ বছরে দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির ব্যবস্থা করতে হবে। 

আশিক

সম্পর্কিত বিষয়:

×