ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্রলীগের রাজনীতিতে বাধ্যতামূলকভাবে যুক্ত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এই বক্তব্য দেন গতকাল শনিবার রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে তিনি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে। এরপর যখনই সুযোগ হয়েছে, তখনই সেই শৃঙ্খল ভেঙে তারা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহাবাগে লড়াই করেছে।
সারজিসের সঙ্গে থাকা বাকি সহযোদ্ধারা ১ থেকে ১৫ জুলাই প্রতিটি দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারির মুখের সামনে তাঁদের না করে দিয়ে আলাদা ব্যানার নিয়ে শাহাবাগে আসত।
পঞ্চগড়ের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুলাই আন্দোলনের অসাধারণ অবদান রাখার জন্য।
পঞ্চগড় নিয়ে আলোচনা করতে গিয়ে সারজিস আলম বলেন, ‘আমরা যদি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর পঞ্চগড়ের জন্য নতুন করে লড়াই শুরু করি, যেখানে কোনো ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থ থাকবে না এবং পঞ্চগড়ের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সেই লড়াই করে দেখানো সম্ভব। এর মাধ্যমে আজ যে পঞ্চগড়কে দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা বলা হয়, আগামীতে সেটিই দেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা হিসেবে পরিচিত হবে।’
সূত্র:https://www.youtube.com/watch?v=ms531b9lgfw
আফরোজা