সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে। ৫ আগস্টের পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সবগুলো দল নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। এই চিন্তা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, ‘আল্লাহ বলছেন তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয়ী হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অর্ধবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোন এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এ না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই, তা না। আসল মূল ব্যাপার হলো যারা বিভিন্ন ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে। আসলে বাস্তবতা আমরা দেখেছি তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় তারা এই সুন্দর দেশটাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চোরের দিক থেকে প্রথম বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব। আর সেই টাকা ভেট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা হবে। আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। এর পরিবর্তন করতে চায়।’
তিনি আরো বলেন, ‘আজকে দলীয়করণের মাধ্যমে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বত চাপিয়ে দেওয়া হয় সেখানে যোগ্যতা থাক বা না থাক মেধাবী যোগ্যতা সম্পন্ন ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে। কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করে করেছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।’
চরমোনাইয়ের পীর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থান্বেসী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নাই। কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর রহমতে করতে পারে নাই। এখানে কোন এমপি মন্ত্রীত্ব কোন সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহর ফজল করি রহমাতুল্লাহি আলাই তারও ছিল না আমাদেরও নাই।’
সূত্র: https://www.youtube.com/watch?v=wa65Vb40alM
এম হাসান