ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

এটা কি ট্রায়াল দেওয়ার জায়গা? প্রধান উপদেষ্টাকে মাসুদ কামাল

প্রকাশিত: ০৬:১৩, ২৬ জানুয়ারি ২০২৫

এটা কি ট্রায়াল দেওয়ার জায়গা? প্রধান উপদেষ্টাকে মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সম্প্রতি অনলাইন টকশোতে সাংবাদিক মাসুদ কামাল প্রধান উপদেষ্টা নিয়ে মন্তব্য করলেন। 

যেখানে তিনি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরে বলেন, 'যখন উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, প্রধান উপদেষ্টা তখন বললেন আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করছি দেখি কি হয় দেখি কতটুকু করা যায়।'
 
এমন বক্তব্য তুলে তিনি বলেন, 'কথাগুলো শুনলেই তো মনে হয় বিনয়ী লোক কি সুন্দর করে নিজের কথা স্বীকার করলেন।'
 
এসময় উপস্থাপককে প্রশ্ন করে তিনি বলেন, 'তবে আপনি আমাকে বলেন এটা কি ট্রায়াল দেওয়ার জায়গা।'
 
এরপর তিনি বলেন, 'আপনি একটা জিনিস দেখেন, সারল্য, ভদ্রতা, নম্রতা এগুলো কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। আপনি একটি যুদ্ধে নেমেছেন যুদ্ধে আপনি পারছেন না আপনি বলছেন দেখি আমি ট্রায়েল দিয়ে পারি কিনা।' 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=YZlxPbM_Czo

শিলা ইসলাম

×