ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

রাজনীতিতে বিতর্ক না হলে এগোনো অসম্ভব, মত মাসুদ কামালের

প্রকাশিত: ০৬:০৭, ২৬ জানুয়ারি ২০২৫

রাজনীতিতে বিতর্ক না হলে এগোনো অসম্ভব, মত মাসুদ কামালের

মাসুদ কামাল, সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যদের পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতিতে নানা প্রশ্ন উত্থাপন করছে। শিক্ষার্থীদের জন্য এর প্রভাব ভালো না মন্দ, তা নির্ভর করছে বিতর্কের গুণগত মানের ওপর। বিতর্ক ঝগড়ায় রূপান্তর না হলে এটি একটি স্বাস্থ্যকর প্রক্রিয়া।

ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যুক্তিসঙ্গত দিক রয়েছে। তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, কোনো নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পরিচালনার দায়িত্ব যাঁদের হাতে থাকবে, তাঁদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। এতে জনগণের আস্থা নষ্ট হয়।

বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, অনেকেই নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা নিয়ে একমত। সংবিধানের আলোকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যাঁরা কোনো রাজনৈতিক অভিলাষ ছাড়াই নির্বাচন পরিচালনা করবেন। সরকার যদি ইলেকশনের প্রস্তুতি নেয়, তবে তা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

এছাড়া নাগরিক কমিটি ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় উঠে আসা ভিন্নমতগুলো নতুন বিকল্প রাজনীতির সম্ভাবনা উন্মোচন করছে। তবে নেতৃত্বের আচরণ, জনগণের চাহিদা বোঝার ক্ষমতা এবং রাজনৈতিক সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর এ বিকল্প রাজনীতির সফলতা নির্ভর করবে।

বক্তব্যের মূল কথা হলো—সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের উচিত নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। বিকল্প রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠে, তবে তা দেশের জন্য ইতিবাচক হতে পারে। তবে তাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

 

রাজু

×