ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

১৭ বছর মানুষের গলা টিপে কণ্ঠরোধ করে রেখেছিল: এসএম জিলানী

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ০২:৩০, ২৬ জানুয়ারি ২০২৫

১৭ বছর মানুষের গলা টিপে কণ্ঠরোধ করে রেখেছিল: এসএম জিলানী

ছবি: ডেমরা থানার কর্মীসভা

ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। 

তিনি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ দেশের সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রেখেছিল। একদলীয় শাসন ব্যবস্থায় শাসন করা হয়েছে। আমরা দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

ডেমরার স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এই সভার সঞ্চালনা করেন ইয়াহ ইয়া বিন আশরাফ, এবং সভাপতিত্ব করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

এস এম জিলানী আরো বলেন, ৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের এমন একটি রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের অধিকার নিয়ে দাঁড়াতে পারবে। 

ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। তারা গত জুলাই-আগস্ট মাসে প্রতিদিন রাজপথে থেকে হায়েনা হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করেছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত এই আন্দোলনে ডেমরার ভূমিকা ছিল অতন্দ্র প্রহরীর মতো। 

বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।

এছাড়া, সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন রিন্টু, মো. সাইফুল ইসলাম পলাশ, মুনির হোসেন মৃধা, হাসান আলী, ডেমরা থানা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
 

শিলা ইসলাম

×