ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

উত্তরার শহীদ মুগ্ধ চত্বরে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা নাহিদ ইসলামের

প্রকাশিত: ০০:২৪, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:২৫, ২৬ জানুয়ারি ২০২৫

উত্তরার শহীদ মুগ্ধ চত্বরে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত।

উত্তরা এলাকায় শহীদ মুগ্ধ চত্বরে অভ্যুত্থানবিরোধী শক্তির চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এই হামলা পূর্বে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের স্মৃতিকে মুছে ফেলতে ও উত্তরা অঞ্চলের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের আন্দোলনকে ক্ষুণ্ন করতে পরিকল্পিত ছিল বলে জানা গেছে।

এই বিষয়ে নাহিদ ইসলাম গতকাল ২৫ শে জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দেয়। পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:

 "জুলাইয়ে ঢাকার যেসব স্থান গণঅভ্যুত্থানের প্রাণকেন্দ্রে পরিণত হয়ে উঠেছিল, উত্তরা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার প্রবল প্রতিরোধে উন্মাতাল ছিল উত্তরার অলিগলি থেকে রাজপথ। অভ্যুত্থানবিরোধী শক্তি গতকাল শহীদ মুগ্ধ চত্বরে চোরাগোপ্তা হামলা চালিয়ে অভ্যুত্থানের স্মৃতি নষ্ট করার চেষ্টা করে।

উত্তরার ঐক্যবদ্ধ ছাত্র-জনতা সম্মিলিতভাবে শহীদ মুগ্ধ চত্বরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। আজ মুগ্ধ মঞ্চ পরিদর্শন করে স্থানীয় ছাত্র-জনতার প্রতিনিধিদের সাথে উত্তরার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। মুগ্ধ মঞ্চসহ উত্তরার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য উত্তরার দুই থানার ওসি ও সংশ্লিষ্ট এডিসিদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।"

নুসরাত

×