ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ক্ষমতা দেয়া ও কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০০:০৪, ২৬ জানুয়ারি ২০২৫

ক্ষমতা দেয়া ও কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বিগত সময়ের সকল অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দিনাজপুরের গোড়ে শহীদ ছিনাই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের খুনিদের বিচার না হলে দেশ থেকে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। খুনের বিচার না হলে খুনের ধারা চলতেই থাকবে। একইভাবে, লুটপাটের বিচার না হলে লুটপাট বন্ধ হবে না, চাঁদাবাজির বিচার না হলে চাঁদাবাজি থামবে না, আর ঘুষখোরদের বিচার না হলে ঘুষের প্রবণতা কমবে না।”

তিনি আরও বলেন, “আমরা সকল অন্যায়ের বিচার চাই। তবে আইন হাতে তুলে নেওয়া আমরা সমর্থন করি না। যত খুন হয়েছে, সব খুনেরই বিচার হওয়া উচিত। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ফিরে আসবে।”

তিনি তাঁর বক্তব্যে আরও জোর দিয়ে বলেন, “ক্ষমতা দেয়া ও কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাজ করছি।”

ভিডিও দেখুন: https://youtu.be/vkoiY7xtIOE?si=vCL_pulRRe0DzB5f

এম.কে.

×