আমার জেলা ঝিনাইদহ,আমি ঝিনাইদহ সদর হাসপাতালে গেছিলাম রুগী দেখার জন্য,আমি দেখলাম যে আওয়ামীলীগের কর্মীরা বিএনপি জামাতের কর্মীদের কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে।
এ খবর কি আমাদের উপদেষ্টারা কি জানেন? আজকে তারা বলছে আগামি নির্বাচনে অংশ নিতে পারবেনা। তো বাবারা তোমরা কেনো আওয়ামী কার্যক্রম বন্ধ করছোন তাদের নিবন্ধন স্থগিত করছোনা।
তোমরা কি বলছো আর কি করছো,আমার মনে হয় নিজেরাও বুঝোনা এভাবে একটা সরকার চলতে পারেনা। ড. মোহাম্মদ ইউনুস এর উপর আমরা যে আশা ভরসা করছিলাম,তিনি অযোগ্য ব্যাক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করছেন,আমাদের আশা ভরসা প্রত্যাশা ছিলো। এ যে উপদেষ্টা পরিষদ তা একটা মাঝা ভাঙ্গা উপদেষ্টা পরিষদ। একেকজন সরকারে বসে একেক রাজনৈতিক বক্তব্য দেয়।
আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন। আর যদি দল গঠনের এত খায়েশ থাকে তাহলে কেনো উপদেষ্টা পরিষদ গঠন করলেন। ক্ষমতায় বসে দল গঠন করতে পারবেন না তা এ দেশের মানুষ মেনে নিবেনা।
সাজিদ