ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিএনপি এক এগারোর সরকার চাচ্ছে, এই কথাটা হঠকারিতা: সাইয়েদ আবদুল্লাহ

প্রকাশিত: ২৩:০০, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০২, ২৫ জানুয়ারি ২০২৫

বিএনপি এক এগারোর সরকার চাচ্ছে, এই কথাটা হঠকারিতা: সাইয়েদ আবদুল্লাহ

ছবি: সংগৃহীত।

বিএনপি এক এগারোর সরকার চাচ্ছে, এই কথাটা হঠকারিতা বলে একটি টকশোতে মন্তব্য করেছেন সাইয়েদ আবদুল্লাহ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

এই বিষয়ে সাইয়েদ আবদুল্লাহ বলেন, একটা কথা মাথায় রাখা খুবই বেশি জরুরী, ডক্টর ইউনূস যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন, ওনার নিয়োগকর্তা এই ছাত্ররা। অর্থাৎ এই তিন ছাত্র উপদেষ্টা যদি না থাকে আর এটা যদি ১/১১ সরকার হয়, তাহলে কি নাহিদের স্ট্যাটাস ধরে এটাই আসে না ডঃ মুহাম্মদ ইউনূসও ১/১১ সরকার? তাহলে কি ডঃ ইউনূস এর ওপর ছাত্রদের কোন আস্থা নেই? এটা একটা সাংঘাতিক ধরনের কথা। নাহিদের উচিত ছিল আরও দায়িত্বশীল আচরণ করা।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, সেটা হলো বিএনপি কেন 'এক / 11' সরকার চাবে? সাঈদ আব্দুল্লাহ মনে করেন, এর সবচেয়ে বড় ভিকটিম বিএনপিই।

সূত্র: https://www.youtube.com/watch?v=NUzXJqZW3yM

নুসরাত

×