ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে। গেল ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কার্যত ৫ আগস্ট থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা পলাতক রয়েছেন। মাঝে মাঝে অনেকে গ্রেপ্তারও হয়েছেন।
এর মধ্যেই শনিবার (২৫ জানুয়ারি) গুঞ্জন উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে।
উল্লেখ্য যে, ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে শেখ হাসিনা।কার্যত তখন থেকেই দলটির অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন ভারতসহ বিভিন্ন দেশে।
রিফাত