কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একদল খেয়ে গেছে অন্য দল খাওয়ার জন্য বসে আছে। শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশ্বরোড সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী সম্মেলনে এ সব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বৈষম্য ও ভোটের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্ত স্বাধীনতার ৫৩ বছরেও বৈষম্য দূর হয়নি ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল কায়েম করে সব রাজনৌতিক দল বাতিল করে, দালাল ৪ টি পত্রিকা রেখে সব পত্রিকা বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব এমন ফ্যাসিষ্ট ব্যবস্থা কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা জামায়াত ইসলামী আমির মনিরুজ্জামান বাহলুল এর সভাপতিত্বে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন,আগামী দিনে সব ইসলামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাষন কায়েম করার জন্য কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা নিরপেক্ষ সংবাদ প্রচার করুন। আগের মতো সাংবাদিকতা করা যাবে না। তিনি অন্তবর্তী সরকারকে সংস্কার শেষ করে দ্রত নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাড. মতিউর রহমান আকন্দ,এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমীর কুমিল্লা মহানগর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আব্দুস ছাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ,কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবির সভাপতি সানাউল্লাহ রাসেলসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
রিফাত