ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ড. ইউনূসের দেশে ফেরা নিয়ে ভারতীয় গণমাধ্যমের গুজব

প্রকাশিত: ১২:০৪, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:১১, ২৫ জানুয়ারি ২০২৫

ড. ইউনূসের দেশে ফেরা নিয়ে ভারতীয় গণমাধ্যমের গুজব

ছবি: সংগৃহীত।

ভারতীয় টেলিভিশন চ্যানেল আজ টাক বাংলা সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফর শেষে দেওয়া বিদায় বার্তাকে কেন্দ্র করে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে। “যদি ফিরি আর না ফিরি ক্ষমা করো...। ছলছল চোখে ইউনূসের বিদায় বার্তা!!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ড. ইউনূস বাংলাদেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, "বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূস হয়তো বাংলাদেশে আর ফিরবেন না। তার বিদায় বার্তায় ছলছল চোখে ক্ষমা চাওয়ার ইঙ্গিত দেওয়া হয়।"

তবে ড. ইউনূসের এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্যের সত্যতা এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও তার বিদেশ সফর থেকে দেশে ফেরার বিষয়ে কোনো বাধার খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইউনূসের বিদায় বার্তাকে বিকৃত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে। ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং তার দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

এই ধরনের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সূত্র: https://youtu.be/zbpAvGbTky8?si=LQaUZRNHyRAKiX4O

সায়মা ইসলাম

×