ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এসব ইতিহাস একদিন লেখা হবে: পিনাকী

প্রকাশিত: ১০:৫৭, ২৫ জানুয়ারি ২০২৫

এসব ইতিহাস একদিন লেখা হবে: পিনাকী

ছবি: সংগৃহীত।

সময়ের জনপ্রিয় অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

পিনাকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “ফেইসবুকে প্রফেসর ইউনুস সরকারের পতনের গুজব শুনে জামাত-বিএনপি নেতাদের বাড়িতে হামলা করতে গেছে আওয়ামী লীগের কর্মীরা। যারা বাঁচাতে গিয়েছিলেন, তারা এখন বুঝতে পারছেন কী ধরনের কর্মকাণ্ডে তারা যুক্ত হয়েছেন। টাকার বিনিময়ে কতজনকে বাঁচানো হয়েছে, কেমনভাবে বাঁচানো হয়েছে—এসব ইতিহাস একদিন লেখা হবে।”

এই মন্তব্য দ্রুতই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পিনাকীর বক্তব্য থেকে রাজনৈতিক উত্তেজনার গভীরতা এবং গুজবের প্রভাব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।

সূত্র: https://www.facebook.com/share/p/12HMGxGPCm2/

সায়মা ইসলাম

×