ছবি: সংগৃহীত।
দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর অস্ত্র মামলা থেকে মুক্তি পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে আত্মবিশ্বাসী কণ্ঠে অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, "আদর্শবান আত্মবিশ্বাসী এক নেতা, এ যেন এক নতুন বাবর!!"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: https://www.facebook.com/share/v/1GXtwCGXZE/
ভিডিওতে তিনি বলেন, "আমি দীর্ঘ ১৭ বছর অনেক পড়াশোনা করেছি, বিশেষ করে কোরআন সম্পর্কে অনেক কিছু জেনেছি।" তিনি যুবসমাজ ও অন্যদের উদ্দেশে বলেন, "তোমাদের এবাদত-বন্দেগি করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে।"
বাবর আরও যোগ করেন, "জীবনকে শৃঙ্খলাপূর্ণ করতে হবে, লেখাপড়া ও নিজেকে সমৃদ্ধশালী করতে হবে। নিজেকে কখনো দুর্বল মনে করবে না। খেলাধুলা এবং ব্যায়াম করতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে। যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিছুই সম্ভব নয়।"
তিনি নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, "আমার শরীরে হয়তো শক্তি নেই, কিন্তু আল্লাহ আমাকে ইমানের শক্তি দিয়েছেন।"
বাবরের এই বক্তব্যে অনেকে নতুন করে অনুপ্রেরণা পেয়েছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশংসাসূচক মন্তব্যে ভরে গেছে। অনেকেই তার এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সায়মা ইসলাম