ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ড. ইউনূসের পদত্যাগের গুজবে যুবলীগের শোডাউন, গ্রেফতার ২

প্রকাশিত: ০৯:২২, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৫, ২৫ জানুয়ারি ২০২৫

ড. ইউনূসের পদত্যাগের গুজবে যুবলীগের শোডাউন, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত।

ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজবের জেরে নোয়াখালীর চাটখিলে শোডাউন করার অভিযোগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাদের নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় বানসা বাজারে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আওয়ামী লীগের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী শোডাউন করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারদের শনিবার আদালতে হাজির করা হবে।"

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×