নাহিদ ইসলামকে নিয়ে মন্তব্য করার ইচ্ছা না থাকলেও প্রসঙ্গটি তুলতে বাধ্য হচ্ছি। মূল বিষয়টি হচ্ছে, ওনার কথায় "ওয়ান-ইলেভেনের গন্ধ" পাওয়া যাচ্ছে—এটা কীভাবে যুক্তিসঙ্গত, তা ব্যাখ্যা করা দরকার। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো "গন্ধ" পাইনি।
মির্জা ফখরুল যা বলেছেন, সেটা হলো সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা দরকার। যদি সরকার নিরপেক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার বক্তব্যের ভিত্তি হলো, সরকারের কয়েকজন উপদেষ্টা, যেমন নাহিদ ইসলাম এবং অন্যান্য ব্যক্তিরা, যারা ছাত্ররাজনীতি বা রাজনৈতিক তৎপরতায় জড়িত, তারা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি, এদের মধ্যে কেউ কেউ সরকারি প্রটোকল উপভোগ করছেন, যদিও তারা রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়।
আমার মতে, এটি একটি যুক্তির বিষয় হতে পারে, কিন্তু এর মধ্যে "ওয়ান-ইলেভেনের গন্ধ" খোঁজা বা পাওয়ার মতো কিছু নেই।
রাজু