ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত: ০২:১১, ২৫ জানুয়ারি ২০২৫

উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের মধ্য থেকে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ষড়যন্ত্র চলছে।

রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন।

তিনি জানান, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপির ১৭ বছরের সংগ্রামের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।

রিজভী বলেন, "আমরা শুনতে পাচ্ছি, সরকারের মধ্য থেকেই কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। এটা সরকারের নিরপেক্ষতার ওপর প্রশ্ন তুলছে। গণতন্ত্রের জন্য সংগ্রামরত অন্যান্য রাজনৈতিক দলও ভাবতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো মাস্টার প্ল্যানের অংশ।'

ভিডিও দেখুন: https://youtu.be/wo6sji-TuW4?si=HDQip5diakMP83Ce

এম.কে.

×