ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

জনগণ ইসলামের শাসন দেখতে চায়: চরমোনাই পীর

প্রকাশিত: ০১:০৬, ২৫ জানুয়ারি ২০২৫

জনগণ ইসলামের শাসন দেখতে চায়: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) দাবি করেছেন, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে তাদের বিজয় সুনিশ্চিত।

তিনি বলেছেন, দেশের মানুষ এখন ইসলামের শাসন দেখতে চায়। গতকাল ঢাকার মহানগর দক্ষিণের নগর সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, "আমরা এক আল্লাহ, এক কালেমা, এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এ দেশকে ইসলামের পক্ষে এবং মানবতার পক্ষে কাজ করার উপযুক্ত স্থান হিসেবে গড়ে তুলতে চাই।"

তিনি আরও উল্লেখ করেন, ইসলামের আদর্শে বিশ্বাসী মানুষ সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সম্মান দেখায়। "ইসলামই একমাত্র ধর্ম যা মানুষের জান-মাল, ইজ্জত, এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়," বলেন চরমোনাই পীর।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে ইঙ্গিত দিয়ে তিনি জানান, দুই দলের মধ্যে আলোচনা চলছে। গত ২১ জানুয়ারি চরমোনাইতে জামায়াতের আমিরের সফরের পর এই জোট নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

নগর সম্মেলনে চরমোনাই পীর বলেন, "ইসলামপন্থীদের এক হওয়ার এখনই সময়। নির্বাচনের সময়ে আমরা যেন ইসলামের পক্ষে একটি শক্তিশালী জোট গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।"

সম্মেলনে তিনি ঢাকার মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করেন এবং সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, "ইসলামপন্থীরা জোটবদ্ধ হলে বিজয় সুনিশ্চিত। ইসলাম বাংলার জমিনে একটি মজবুত বৃক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হবে, যা সংসদেও প্রতিনিধিত্ব করবে।"

সম্মেলনে বক্তারা বাংলাদেশকে "ফ্যাসিবাদমুক্ত" করার প্রত্যয় ব্যক্ত করেন। চরমোনাই পীরের আহ্বান ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দেশের মানুষের জন্য ইসলামের ন্যায়বিচারভিত্তিক শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে।

ভিডিও দেখুন: https://youtu.be/y_4r4FIJdHc?si=zyBUQ2AqhOjYeNTQ

এম.কে.

×