ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

একসময় ওবায়দুল কাদের আমার প্রতিপক্ষ ছিলেন: মান্না

প্রকাশিত: ২২:৫৮, ২৪ জানুয়ারি ২০২৫

একসময় ওবায়দুল কাদের আমার প্রতিপক্ষ ছিলেন: মান্না

ছবিঃ সংগৃহীত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। একসময় আমার প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। আমাদের অবস্থান ভিন্ন ছিল, কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। এখন যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছেন, তাদের আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও গভীর হবে। ঐক্যের মাধ্যমেই দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সম্ভব।

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, রাজনীতির বর্তমান সংকটময় অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবে অগ্রগতিতে কোনো কিছুই বাধা সৃষ্টি করতে পারবে না।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একসময় সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের কী উন্নতি হচ্ছে তা দেখুন। এখন আপনারাই প্রশ্ন করুন, কিভাবে একজন পিওন চার শ কোটি টাকার মালিক হতে পারে। এটি ভাবার বিষয়।

রিফাত

×