ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে চাচ্ছে: ড. জাহেদ

প্রকাশিত: ২২:২১, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:২২, ২৪ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে চাচ্ছে: ড. জাহেদ

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. জাহেদ-উর রহমান এক ভিডিও বার্তায় বলেছেন, আওয়ামী লীগ এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে চাচ্ছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ আরাফাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়, যার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, মোহাম্মদ এ আরাফাত বলছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। গতকাল রাত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে সামনে একটি সেনা অভ্যুত্থান হবে। ড. ইউনূস পালিয়ে গেছেন সুইজারল্যান্ডে।  

অথচ একটা সময় আওয়ামী লীগ পুলিশ-প্রশাসন কিনে ভোট করে ক্ষমতায় এসেছিলো ভারতের সাহায্য নিয়ে। সেই দলটি এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব ছড়িয়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে চাচ্ছে। 

ড. জাহেদ বলেন, কিসের ভিত্তিতে আরাফাত তত্ত্বাবধায়ক সরকার চাইছে, তারা যেভাবে সংবিধান সংশোধন করেছিলো সেই অনুযায়ী সেটাও তো অবৈধ। 

তিনি আরো বলেন, বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য দিয়ে আওয়ামী লীগ বিবৃতি দিচ্ছে, যা এক ধরনের চালাকি। আরাফাত প্রচার করছে বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্ত বিএনপি এমন ধরনের কথা কখনোই বলেনি। বিএনপি সবসময় চেয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হোক।  

মূলত বিএনপির বক্তব্যকে দিয়ে এইসব করার কারণ, জনগণকে আওয়ামী লীগ বুঝাতে চায় বিএনপির সাথে তাদের একটি যোগাযোগ আছে। যা এক ধরনের মিথ্যাচার। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর মতের অমিল হতে পারে, কিন্ত সেই সুযোগে যেন আওয়ামী লীগ দেশের ক্ষতি করতে না পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে।

 

সূত্রঃ https://youtu.be/Eyp4KOmuAMg?si=nUAXXGLQQ6ZIha91

রিফাত

×