ছবি: সংগৃহীত।
কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার সম্প্রতি এক আলোচনায় ১৯৭২ সালের সংবিধান বাতিলের আহ্বান জানিয়ে বলেছেন, "৭২-এর সংবিধান বাতিল করার অর্থ হলো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করা।" তাঁর মতে, যারা এই সংবিধানের পক্ষে কথা বলেন, তারা মূলত দিল্লির দালাল, ফ্যাসিস্ট এবং বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত।
ফরহাদ মজহার উল্লেখ করেন, ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে গেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে, যেখানে দেশের সার্বভৌমত্ব ও দখলদারবিরোধী সংগ্রাম ছিল মূল লক্ষ্য। কিন্তু ৭২-এর সংবিধান সেই চেতনার যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ।
ফরহাদ মজহার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক হিসেবে উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী যুদ্ধ করেছিলেন, ৭২-এর সংবিধানের অধীনে নয়। বিএনপি যদি জিয়াউর রহমানের প্রকৃত চেতনায় ফিরে যেতে চায়, তবে ৭২-এর সংবিধান বাতিল করতেই হবে। ৭২-এর সংবিধান ধরে রাখা মানেই মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা।
৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ৭১ সালে আমাদের লক্ষ্য ছিল পাকিস্তানি দখলদারদের উৎখাত করা। কিন্তু আজ আমরা নতুন ধরনের দখলদারিত্বের মধ্যে পড়েছি। এই দখলদার শক্তিকে উৎখাত করাই এখন জনগণের প্রধান কাজ।
ফরহাদ মজহার আরও লেন, ১৯৭১ সালে বাঙালি জাতি ছিল নির্যাতিত। ইসলামের প্রকৃত চেতনা সবসময় মজলুমদের পক্ষে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জালিম শক্তির বিরুদ্ধে লড়াই, যা বাঙালি জাতীয়তাবাদ ও ইসলামের বিজয় নিশ্চিত করেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=o-wV6UahMds
সায়মা ইসলাম