ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি বলেছেন, ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি সারা দেশে ২০০টি থানা কমিটি গঠন করেছে এবং জানুয়ারির মধ্যে এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। আখতার হোসেন আরও জানান, রাজনৈতিক দলের নাম এখনও নির্ধারণ করা হয়নি। তবে ইতিমধ্যে ১০০–এর বেশি নাম প্রস্তাব করা হয়েছে, যা থেকে চূড়ান্ত নাম বাছাই করা হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে। তবে জনগণ আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেবে না। যাঁরা এমন ষড়যন্ত্রে লিপ্ত হবেন, জনগণ তাঁদেরও প্রতিহত করবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন আরও বলেন, গত জুলাইয়ের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করতে চেয়েছে। মানুষ একটি নতুন সংবিধান প্রত্যাশা করছে। তাঁদের লক্ষ্য হলো গণপরিষদের মাধ্যমে একটি সংবিধান প্রণয়ন করা। তিনি বলেন, “আমরা মনে করি, আগামী নির্বাচন একটি গণপরিষদ নির্বাচন হবে, যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে দুপুরে আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক ও রিফাত হাসান।
সায়মা ইসলাম