কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতৃবৃন্দকে ধান ক্ষেত, পাট ক্ষেতে ঘুমাতে হবে, শান্তিতে রাত কাটাতে পারবেন না’।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়ন কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগকে দলে নিয়ে দল ভারী করার চেষ্টা করছে, তারা সেটা করবেন না। নিজের দলের ভাইদের ওপর অত্যাচার কইরেন না। পাঁচ তারিখে হাসিনার পতন হয়েছে ঠিকই, তবে নানাবিদ ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে তারা। সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে।
এ সময় বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য যদি আবার রাজপথে ডাক আসে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। গত ১৬ বছরের দুঃশাসন আমরা ভুলি নাই, আমরা হাসিনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, তারপরও হাসিনার শাসন আমরা মেনে নেই নাই।
তিনি বলেন, আগামী দিনের যেকোনো লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবই। মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।
কৃষক সমাবেশে ফুলসূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. লিয়াকত আলী বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
আশিক