ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

কারাগারে বিশেষ সুবিধায় দিন পার করছেন আওয়ামী লীগের ভিআইপি বন্দীরা 

প্রকাশিত: ২০:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫

কারাগারে বিশেষ সুবিধায় দিন পার করছেন আওয়ামী লীগের ভিআইপি বন্দীরা 

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ১০৫ জন ভিআইপি বন্দী কারাগারে বিশেষ সুবিধায় দিন পার করছেন। সেখানে রয়েছে খাট, তোশক ও জাজিমের ব্যবস্থা। ডিভিশন  অনুযায়ী টেলিভিশন এবং পছন্দমত খাবারের তালিকা দিয়ে আলাদা রান্না করার সুবিধাও পাবেন তারা। তবে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সহ মোট ২৩ জন সাবেক সংসদ সদস্য আবেদন করেও বিশেষ সুবিধা যুক্ত ডিভিশন পাননি। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের ১৩১ জন ভিআইপিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডেও আছেন কেউ কেউ। এসব ভিআইপি বন্দীদের অন্তত ১০৫ জনকে দেশের ১৫ টি কারাগারে বিশেষ ডিভিশন দেয়া হয়েছে। ফলে কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন এসব ভিআইপি। জেল বিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয়। সেখানে তারা একা বা অন্য বন্দীদের সাথে থাকতে পারেন। কক্ষে খাট, তোষক, জাজিম, চাদর, একটি চেয়ার ও টেবিল থাকে। বন্দীদের জন্য আলাদা শৌচাগারও থাকে। তাদের একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্র দেয়া হয়। সরকারের অনুমতি অনুযায়ী টেলিভিশন এর ব্যবস্থা ও আলাদা রান্নার ব্যবস্থা করা হয়। সেখানে নির্ধারিত বরাদ্দের টাকা দিয়ে তারা পছন্দ মতো রান্না করাতে পারেন। ডিভিশন প্রাপ্ত বন্দীদের তত্ত্বাবধানে রাখা হয় একজন কয়েদি। এছাড়া তারা প্রতি ১৫ দিন বা এক মাসে একবার স্বজনদের সাথে সাক্ষাতেরও সুযোগ পান।

এ পর্যন্ত ডিভিশন পেয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৭ জন, সাবেক সংসদ সদস্য ২০ জন, সরকারি কর্মকর্তা ৪৪ জন, অন্যান্য পেশার ১৩ জন। ২৩ জন আবেদন করেও ডিভিশন পাননি।

ডিভিশন পাওয়া বন্দীদের মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগির গাজী সহ অনেকে। ডিভিশন পাওয়া সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন- সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার এর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী। 

জেলকোডের ৬১৭ বিধি অনুযায়ী ডিভিশন-১ প্রাপ্তির যোগ্যতা- ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের কারণে উচ্চমানের জীবন যাপনে অভ্যস্ত, নিষিদ্ধ অপরাধে জড়িত নন এমন ব্যক্তি। কারা বিধি ৬১৭ (২) অনুযায়ী- নাগরিকত্ব নির্বিশেষে শিক্ষা, সামাজিক মর্যাদা ও অভ্যাসের কারণে উন্নত জীবন যাপনে অভ্যস্তরা ডিভিশন-২ এর সুবিধা প্রাপ্ত হবেন। 

আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমোদন সাপেক্ষে ভিআইপি বন্দীদের ডিভিশন-১ ও ডিভিশন-২ সুবিধা দেয়া হয়।
 

JF

×