ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বাহাত্তরের সংবিধান কেন পরিবর্তন চান নাসিরুদ্দিন পাটোয়ারী?

প্রকাশিত: ২০:২৮, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৭, ২৪ জানুয়ারি ২০২৫

বাহাত্তরের সংবিধান কেন পরিবর্তন চান নাসিরুদ্দিন পাটোয়ারী?

নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নতুন সংবিধান প্রয়োজন। তিনি জানান, বর্তমান বাহাত্তরের সংবিধান একদলীয় এবং এটি পরিবর্তন করে একটি বহুদলীয় সংবিধান গ্রহণ করা উচিত। তিনি এ কথাও বলেন যে, মুজিববাদী সংবিধান থেকে বের হয়ে যেতে হবে এবং গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে।

শাহবাগে অনুষ্ঠিত 'মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস' কর্মসূচিতে যোগ দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী এসব মন্তব্য করেন। তিনি বলেন, একটি নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, যাতে কোনো ফ্যাসিস্ট প্রশাসন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে নতুন সংবিধান গঠনে আহ্বান জানিয়েছেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরো বলেন, বিচার ও সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে, তবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো।

এসময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা অভিযোগ করেন, আওয়ামী দোসরদের পুনর্বাসন সহজ হচ্ছে, কঠিন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া। গণঅভ্যুত্থানে প্রাইভেট পাবলিকের শিক্ষার্থীরা একসাথে লড়াই করেছে। এখন তাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা।

সূত্র: https://www.youtube.com/watch?v=68kReY6gO_s

আশিক

×