ছবি: সংগৃহীত।
সময়ে আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মুজিব ও শেখ পরিবারের কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ৯ টায় তার লাইভ সম্প্রচারের আগে একটি পোস্টে তিনি দাবি করেন, “মুজিব আর শেখ পরিবারের কুকর্ম এখন দিনের আলোর মতো পরিষ্কার। চোখ বন্ধ করে থাকলে সত্যকে এড়ানো যাবে না।”
ফেসবুক পোস্টে ইলিয়াস অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ তার লাইভ উপেক্ষা করার পরিকল্পনা করছে। তিনি লেখেন, “আজকে তারা রাশেদ চৌধুরীর লাইভ না দেখে অনুষ্ঠানটি পরে দেখবে বলে ঠিক করেছে। এতে আমার লাইভে সরাসরি ভিউ কমবে। তবে, সূর্য ওঠার পর চোখ বন্ধ রাখলে কি সেটা রাত হয়ে যাবে?”
ইলিয়াস হোসেন তার পোস্টে আরও জানান, রাত ৯টায় লাইভে এসে তিনি মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরীর বক্তব্য সম্প্রচার করবেন। তিনি এই অনুষ্ঠানে তাকে “বাংলার সূর্য সন্তান” বলে অভিহিত করেন।
সূত্র: https://www.facebook.com/100069250740805/posts/933505575634459/?rdid=wskKJ6cZ7hbGRHTG#
সায়মা ইসলাম