ছবি: সংগৃহীত।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসএফ জানিয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে ৪,০৯৬ কিলোমিটার এলাকা জুড়ে এই সতর্কতা কার্যকর থাকবে।
নির্দেশনায় সীমান্তের বর্ডার আউট পোস্টগুলোতে (বিওপি) নজরদারি বাড়ানো, অতিরিক্ত সেনা মোতায়েন, এবং নিয়মিত মহড়া চালানোর কথা বলা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই বা নদী সংলগ্ন এলাকা রয়েছে, সেসব স্থানে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এতে সীমান্ত সুরক্ষার ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে উস্কানিমূলক কার্যক্রম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেট্রোলিংসহ অন্যান্য তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছু নেতার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
৩১ জানুয়ারি পর্যন্ত ‘অপস অ্যালার্ট’ কার্যকর থাকবে বলে জানিয়েছে বিএসএফ।
সূত্র: https://youtu.be/maoulIybxqY?si=4PE5xyLqlrpLXHXO
সায়মা ইসলাম