ছবি সংগৃহীত
এক/এগারোর মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছে, ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগীই তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে, এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা।
আজ আরাফাত হোসেন কোকোর ১০ মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এদিকে অন্যান্য দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা তো মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার্স প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও অন্ততকাল সংস্কার চলবে নির্বাচন হবে না এমনটি হতে পারে না উল্লেখ করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=W67Xnxm9i8c
আশিক