ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দলীয়করণের কারণে মেধাবীরা বেকার ঘুরছে: রেজাউল করীম

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ জানুয়ারি ২০২৫

দলীয়করণের কারণে মেধাবীরা বেকার ঘুরছে: রেজাউল করীম

ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দলীয়করণের মাধ্যমে আজকে বৈষম্য সৃষ্টি হচ্ছে। দলীয়করণ এমন ভাবে সর্বত্র চাপিয়ে দেয়া হয়, যোগ্যতা থাকুক আর না থাকুক তাদেরকে বসিয়ে দেশটাকে অসুন্দর রাষ্ট্রে পরিনত করছে। আর মেধাবীরা বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। 

তিনি বলেন, এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই এই স্বার্থান্বেষী মহল যেন আমাদের আর পরগাছা করে রাখতে না পারে। ইসলাম নামক গাছ বাংলার জমিনে আমরা বটবৃক্ষ হিসেবে মজবুত করতে চাই। যেন আমরা সংসদে গিয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি। আমাদের কোন ব্যক্তি স্বার্থ নেই। এমপি-মন্ত্রী, সম্পদ, সম্মান্নের স্বার্থে আমরা এখানে আসতে চাই না। 

আমাকে এক নেতা বলেছিলো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের নামেই কিছু না কিছু বিতর্ক আছে। একমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলনের নামে কোন বিতর্ক নেই। ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে এবাদত হিসেবে রাজনীতির ময়দানে রাজনীতি করছি। 

আমাদের মাঠ প্রস্তুত আছে, তাই আমাদের কাজের গতি আরো বাড়াতে হবে। আমরা যদি জনগণের কাছে যাই জনগণও আমাদের ডাকে সাড়া দিবে।

 

সূত্রঃ https://youtu.be/HW4LPbnr8qI?si=qcLlTnE2qltdlQM9

রিফাত

×