ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি টকশোতে সাঈদ আব্দুল্লাহ বর্তমান সরকারকে ঢাকা ক্লাবের সরকার বলে মন্তব্য করেন।
নিজের এলাকা পাবনাকে উল্লেখ করে তিনি বলেন, 'যদি আমি আমার এলাকা পাবনার কথাই বলি। তাহলে সেখানে অনেকেই অনেক রকম অভিযোগ করেন। অনেকেই বলে থাকেন এখন কোন সমস্যা হলে আমরা কোথায় মতামত জানাবো কাকে জানাবো?'
সে প্রসঙ্গে তিনি বলেন, 'এইটা বিরাট সমস্যা হয়ে গেছে। এখন অনেকেই হয়তো বলে যে আমরা তো এখানে আর কিছু করতে পারি না। বা আমরা নেই এখন।'
সরকারকে ঢাকা ক্লাবের সরকার বলে তিনি বলেন, 'তাহলে ঢাকা ক্লাবের সরকার কি এটা বুঝতে পারে যে, মুখ দিয়ে তাত্তিক কথাবার্তা বলেই সব হয়ে যায় না।'
এমন সময় উপস্থাপক তাকে প্রশ্ন করলেন, আপনি কি এই সরকারকে ঢাকা ক্লাবের সরকার বললেন?
জবাবে তিনি বলেন, 'হ্যাঁ অবশ্যই। এই সরকারের অবস্থান আরো বড় হওয়ার দরকার ছিল।'
শিলা ইসলাম