বিএনপি-জামায়াত সম্পর্ক নিয়ে এবার স্পষ্ট কথা বলেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।বিএনপির সাথে জামায়াতের সম্পর্কে বাধা-বিঘ্ন বা টানাপোড়েন আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ।
ড. শফিকুর রহমান বলেন,২০২২ সাল পর্যন্ত বিএনপি এবং জামায়াত এক জোটে ছিল।২০২২ সালের পর বিএনপি এবং জামায়াত আলাদা হয়। এরপর উভয় দল যুগপৎ আন্দোলন করেছে এবং একই ইস্যু নিয়ে করেছে।যার যার দলীয় অবস্থান থেকে তারা কাজ করে যাচ্ছেন এবং জাতীয় স্বার্থে তারা এক।
যেখানে জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়েছে বিএনপি এবং জামায়াতের একই কন্ঠস্বরে প্রতিবাদ হয়েছে।জামায়াতে আমির বলেন আমাদের প্রতিবাদের ভাষা একই কথা বলে। তিনি বলেন বিএনপি এবং আমাদের মধ্যে কোন সমস্যা নেই সমস্যা যা হয়েছে সেটা মিডিয়া জগতের মধ্যে। মিডিয়া জগত বিএনপি এবং জামায়াতের পিছনে লেগেছে।তিনি আরো বলেন,বিএনপি থেকেও একই কথা এসেছে, ফখরুল ইসলাম আলমগীর একই কথা বলেছেন যে জামায়াতের সাথে বিএনপি'র কোন সমস্যা বা দ্বন্দ্ব নেই।
জামায়াতে আমির বলেন ,এই সমস্যা যেহেতু মিডিয়ার নিজস্ব,সমাধানও মিডিয়ার কাছে-আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বা বিরোধ নেই।
অন্তর্বর্তীকালীন সরকারকে দুটি রোড ম্যাপ দিয়েছিল জামায়াত। একটি হচ্ছে কি কি সংস্কার হবে,কতটুকু সময়ের মধ্যে হবে।দ্বিতীয় রোড ম্যাপ হচ্ছে সংস্কার শেষে নির্বাচন।
জামায়াতে আমির আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে সংলাপে তিনি বুঝতে পেরেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক সময় নেওয়ার পক্ষে না।সরকার জানিয়েছে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে ,এতে করে বেশি সময় লাগবে না।
সূত্র: https://www.youtube.com/watch?v=sTtMHtqw9H
আফরোজা