ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ছাত্রদেরকে রাজনীতির শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে: সাইয়েদ আবদুল্লাহ

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০২৫

ছাত্রদেরকে রাজনীতির শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে: সাইয়েদ আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত ছিলেন সাইয়েদ আব্দুল্লাহ। সেখানে উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

এক পর্যায়ে উপস্থাপক তাকে বলেন জামায়াত ভর করেছে ছাত্রদলের উপর। আপনি কি তাই মনে করেন কিনা?

এ প্রশ্নের জবাব বলেন, 'আমার কাছে মনে হয় রাজনীতিতে রেস্পেক্ট খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আমাদের জেনারেশন এর অনেকেই সিনিয়র পলিটিশিয়ানদের প্রতি সম্মানের জায়গাটা রক্ষা করতে বাজে ভাবে ব্যর্থ হচ্ছে।' 

তিনি বলেন, 'ছাত্রদেরকে রাজনীতির শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে প্রকাশ করা হচ্ছে। রাজনীতি ব্যাপারটাই খারাপ। দেখানো হচ্ছে শুধুমাত্র আমরাই ভালো।'  

তিনি আরো বলেন, 'ছাত্ররা যদি তাড়াতাড়ি রাজনৈতিক দল গঠন করতে পারতো তাহলে বড় একটা সাপোর্ট পেত। সেই জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। ছাত্ররা যে সোশ্যাল বুস্ট পেত তা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে হয়তো অনেক বেশিই হতো।'  

সূত্রঃ https://www.youtube.com/watch?v=alAwNiz-3Lc

শিলা ইসলাম

×