ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বিএনপি ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে নিপীড়িত দল: সাইয়েদ আবদুল্লাহ

প্রকাশিত: ১৫:০৩, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৫, ২৪ জানুয়ারি ২০২৫

বিএনপি ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে নিপীড়িত দল: সাইয়েদ আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত ছিলেন সাইয়েদ আব্দুল্লাহ। সেখানে উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।  
সেখানে তিনি বলেন, এই যে মুজিববাদ বা জিয়াবাদ শব্দগুলো আসে। জিয়াবাদ শব্দটি বিএনপি'র কেউ ব্যবহার করে না। জিয়া ফ্যামিলির ও কেউ করে না। এমন কি কোন কর্মী ও ব্যবহার করে না।'  

তিনি আরও বলেন, 'এই জাতীয় শব্দের ব্যবহারের অর্থ রাজনৈতিক হঠকারিতা। হয়তো তারা বোঝাতে চাচ্ছে যা আওয়ামী লীগ তাই বিএনপি। কিন্তু এটা কখনোই না।' 

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তিনি বলেন, 'আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। আর বিএনপি ওই ফ্যাসিস্ট রেজিমের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত দল।' 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=alAwNiz-3Lc

শিলা ইসলাম

×