দুনিয়ায় শান্তি ও জান্নাহামের আগুন থেকে মুক্তির জন্যই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি আজ সকাল ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম,বিষয় ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা অধ্যাপক আ.সামাদ,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান।উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, ডা.শফিউর রহমান, আব্দুল আউয়াল আজম,মশিউর রহমান প্রমুখ।
মতিউর রহমান আকন্দ বলেন, ইসলাম শুধু কোন ধর্ম নয়; বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই মানবজীবনের সকল ক্ষেত্রেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মূলত, মোমিনের দায়িত্বই হলো দ্বীনের পথে নির বিচ্ছিন্নভাবেই লড়াই করা। কাফিররা তো প্রতিনিয়তই আগুতের পথে লড়াই করবে। মূলত দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন। তাই এক্ষেত্রে কারো পক্ষেই নিরব বা উদাসীন থাকার সুযোগ নেই। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাগুতের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, জীবন একটি যুদ্ধের নাম। তাই জীবনযুদ্ধে জয়ী এবং আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বিরামহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তার পথে জান ও মাল দিয়ে যুদ্ধ করার নির্দেশ প্রদান করেছেন। বিনিময়ে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। মূলত, এই যুদ্ধ থেকে কোন মোমিনের পক্ষে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তি এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাহলেই দ্বীনের বিজয় অপরিহার্য হয়ে উঠবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া এবং আইটি বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষা কর্মশালা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে স্থানীয় আল ফালাহ মিলনায়তনে গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।এতে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান, মহানগরীর আইটি সেক্রেটারি শাহ আলম তুহিন,এনএনবিডির নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আবির হাসান, কলামিস্ট সৈয়দ মাসুদ মোস্তফা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগরী প্রচার সেলের সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।
রাসেল