ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে,তারাই ধ্বংস হয়েছে: ব্যরিস্টার ফুয়াদ

প্রকাশিত: ১৪:২৪, ২৪ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে,তারাই ধ্বংস হয়েছে: ব্যরিস্টার ফুয়াদ

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক টকশোতে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের দিকে। তিনি বলেন, “যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, তারাই একসময়ে ধ্বংস হয়েছে। তাদের কপালে কী ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে, তা সবার দেখা উচিত।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন,আওয়ামীলীগের প্রথম পুনর্বাসন করেছে বিএনপি,দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি,তৃতীয়বার পুনর্বাসন করেছে জামায়াত এবং চতুর্থবার আওয়ামীলীগের পুনর্বাসন করেছেন বাংলাদেশের সুশীল সমাজ, আমলারা ১/১১ এর মধ্যে দিয়ে।

তিনি বলেন,১৯৭৯সালে আওয়ামীলীগের প্রথম পুনর্বাসন করেছে বিএনপি।ওই সময়ে আওয়ামীলীগ চার টুকরো হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মহানুভবতা তার গণতন্ত্রের আদর্শ থেকে আওয়ামীলীগকে নির্বাচন করতে দিয়েছিলেন। শেখ হাসিনাকে কে ফিরিয়ে এনেছেন এবং এরশাদের মত একজন লোককে প্রধান সেনাপ্রধান বানিয়েছেন,যিনি মুক্তিযুদ্ধ করেননি।অথচ ওই সময়ে সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তি যোদ্ধা ছিলেন।

এই ৩টি প্রধান রাজনৈতিক ভুলের জন্য বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে চরম মূল্য দিতে হয়েছে। 

দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি। ১৯৮৩ সালে দল গঠন করল। এরপরপ্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর ১৯৮৬ সালে নির্বাচনে আওয়ামীলীগকে সংসদে নিয়ে আসলো প্রধান বিরোধী দল হিসেবে। 

তৃতীয়বার আওয়ামী লীগ কে পুনর্বাসন করেছে জামায়াত। ১৯৯৪,’৯৫ও ৯৬ এর আন্দোলনের মধ্য দিয়ে।অতঃপর ৯৬ এর আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

ফুয়াদ বলেন এরপর চতুর্থবার আওয়ামীলীগের পুনর্বাসন করেছেন বাংলাদেশের সুশীল সমাজ, আমলারা ১/১১ এর মধ্যে দিয়ে।সুশীল,পত্রিকার সম্পাদক,টেলিভিশনের মালিক,সাংবাদিক,আমলারা মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল।এর মাধ্যমে সারা বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

এজন্য ব্যারিস্টার ফুয়াদ সতর্কবার্তা দিয়ে বলেন,এই উদাহরণগুলো থেকে দেখেও যদি আগামীতে কোন রাজনৈতিক দল যদি রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে ভুল সিদ্ধান্ত নেয় ,সেই তাহলে সেই দলকে যেমন ভুগতে হবে একই সাথে ছয় কোটি জনসংখ্যা যারা ৩০-৩৫ বছরের নিচে তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে এসেছে ,২৪ এর গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে যারা বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে তারা রাজনৈতিকভাবে কঙ্কাল হয়ে যাবে। 

 

সূত্র:https://www.youtube.com/watch?v=IffaL37R9D0

আফরোজা

×