এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক টকশোতে বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে যে জাতীয় ট্রমা তৈরি হয়েছে,ভিন্ন মত শুনলেই আমরা আঁতকে উঠি।আমরা টানা ১৬ টা বছর শুধুমাত্র আওয়ামী লীগের মতামত শুনেছি ,শেখ হাসিনার মতামত শুনেছি,গণভবনের মতামত শুনেছি,কালো কোট পরা পেঙ্গুইনদের একক মতামত শুনেছি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণতন্ত্র একক মতামতের বিষয় না গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল একই বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করবে।এমনকি একই রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন নেতারা একই বিষয় ভিন্নমত দিবে। এটাই হচ্ছে গণতন্ত্রের বৈচিত্র্য।
আওয়ামী লীগ কে নিয়ে নির্বাচন করার প্রশ্নে ব্যারিস্টার ফুয়াদ আহমেদ বলেন, এর আগে চিন্তা করতে হবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল কিনা! গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে রাজনৈতিক দল আকারে স্বীকার করাটা আগামী দিনের যাত্রাপথের জন্য শোভন হবে কিনা,তা আগে ভাবতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,আওয়ামীলীগকে যারা পুনর্বাসন করেছে তাদের কপালে কি দুর্ভোগ নেমে এসেছে সেটা দেখতে হবে।তিনি বলেন ,১৯৭৯সালে আওয়ামীলীগের প্রথম পুনর্বাসন করেছে বিএনপি।
ওই সময়ে আওয়ামীলীগ চার টুকরো হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মহানুভবতা তার গণতন্ত্রের আদর্শ থেকে আওয়ামীলীগকে নির্বাচন করতে দিয়েছিলেন। শেখ হাসিনাকে কে ফিরিয়ে এনেছেন এবং এরশাদের মত একজন লোককে প্রধান সেনাপ্রধান বানিয়েছেন,যিনি মুক্তিযুদ্ধ করেননি।অথচ ওই সময়ে সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তি যোদ্ধা ছিলেন।
এই ৩টি প্রধান রাজনৈতিক ভুলের জন্য বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে চরম মূল্য দিতে হয়েছে।
সূত্র:https://www.youtube.com/watch?v=IffaL37R9D0
আফরোজা