ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বিএনপিকে কিছু বললে সবাই দলবেঁধে ঝাপিয়ে পড়ে: পিনাকী

প্রকাশিত: ১৪:১০, ২৪ জানুয়ারি ২০২৫

বিএনপিকে কিছু বললে সবাই দলবেঁধে ঝাপিয়ে পড়ে: পিনাকী

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক ভিডিও বার্তায় পিনাকী ভট্টাচার্য বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কি বিএনপির কর্মীদের কোন পলিটিকাল কাজে সংযুক্ত করতেছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলালে তো বিপদ। আপনারা মাঝে মধ্যে কর্মীদের নিয়ে মিছিল-মিটিং করেন,টাশোতে যান, আপনাদের বিরুদ্ধে কিছু বললে দল বেধে ঝাপাইয়া পড়েন।

বেশিরভাগের কাছেই রাজনীতি একটা পেশা। এখান থেকে টাকা পয়সা কমাই ও ধদান্ধ করা যায়। বেশি কিছু বললে অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর টাকা পয়সা কামাই করার এক না। 

রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা মাছির মতো দল বাধে, যার ফলে ভালো মানুষরা আশেপাশে যায় না। মঞ্চে জিয়াউর রহমান,তারেক রহমানের ছবি দিয়ে তার সামনে নর্তকী নাচাচ্ছে। কালচারাল প্রোগরাম করলে আলাদাভাবে করেন। নেতার ব্যানারের সামনে কেন এই ধরনের প্রোরাম করতে হবে।

লিংক:- https://youtu.be/isCIWRkHm0w?si=yp08c3tZ2rOJl1J2

রাসেল

×