ছবি: সংগৃহীত
উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে সম্প্রতি একটি টকশোতে নিলুফার মনি কে বিএনপি কেমন সরকার চায় সেই প্রশ্ন করা হয়।
সেই প্রশ্নের জবাবে নিলুফার মনি বলেন, 'ছাত্রদলের মতো এত বড় একটা দল বিভিন্নভাবে বাধাগ্রস্থ হচ্ছে, কেননা ছাত্রদের জন্য এক আইন সরকারে যারা আছেন তাদের জন্য ভিন্ন আইন এভাবে তো চলতে পারেনা।'
এছাড়াও নির্বাচন নিয়ে তিনি বলেন, 'আমরা বারবার যৌক্তিক সময় চেয়েছি। কিন্তু আমরা সেটি পাইনি অবশেষে মহাসচিবকেই বলতে হয়েছে জুলাই আগস্টের দিকে নির্বাচন করা যেতে পারে।'
মূল্যায়নের কথা তুলে তিনি বলেন, সরকার নিজেরা অভিজ্ঞতার অভাবে আছে। তারপরেও সরকার কারো অভিজ্ঞতা গায়ে মাখছে না। কাউকে ডাকছে না।'
প্রসঙ্গত, নিলুফার চৌধুরী মনি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।
শিলা ইসলাম