ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বৃষ্টি শুরু হলেই বুক দুরু দুরু করে কাঁপে 

প্রকাশিত: ১২:০৯, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫

বৃষ্টি শুরু হলেই বুক দুরু দুরু করে কাঁপে 

বৃষ্টি শুরু হলেই বুক দুরু দুরু করে কাঁপে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সম্মানিত আমীর শফিকুর রহমানের।তিনি আতঙ্কিত থাকেন কখন তিস্তা পাড়ের লোকজনের দুর্ভোগের খবর আসে ।

রংপুর মহানগরীর শহীদ আবু সাঈদ চত্বরে ২৩ শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সম্মানিত আমীর, জননেতা ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন,জুলাই আন্দোলনের আইকন ছিল শহীদ আবু সাঈদ।আন্দোলনে শহীদ এবং পঙ্গু সকলের কাছেই কৃতজ্ঞ ডঃ শফিকুর রহমান।বলেন,তাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা দেশের জনগণের নেই।

“আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ”,এই স্লোগান দিয়ে ডঃ শফিকুর রহমান বলেন,যুদ্ধ এখনো শেষ হয়নি।একটি মানবিক বাংলাদেশ করার আগ পর্যন্ত এই যুদ্ধ চলবেই।

অন্যায় অনাচার যিনি করবেন তার বিরুদ্ধে জামায়াতে ইসলাম বসে থাকবে না। অন্যায়কারীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সম্মানিত আমীর ডঃ শফিকুর রহমান।তিনি মনে করেন, অন্যায় নীরবে হজম করা মানে অন্যায়কারীর মদদ দেওয়া।

 

সূত্র:https://fb.watch/xiVl1SxJ-k/ 

আফরোজা

সম্পর্কিত বিষয়:

×