ছবি: সংগৃহীত
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এর আগে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে যে সমস্ত তথ্য শেখ হাসিনা দেখিয়েছেন তা জালিয়াতি ছাড়া আর কিছুই না।
শেখ হাসিনা বলেছিলেন, দেশের প্রবৃদ্ধির হার অন্য যেকোনো দেশে তুলনায় অনেক বেশি কিন্তু যা সম্পূর্ণ মিথ্যা। অথচ এমন দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে কখনোই কোনো প্রশ্ন করেনি।
তিনি আরও বলেন, শুধু প্রবৃদ্ধি নয় কোন বিষয়েই কোন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।
আর এ কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিলেন এবং এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শিলা ইসলাম