ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলামের জবাব

শাহবাগী গোসল কর বলতে কী বুঝায় শিবির?

প্রকাশিত: ০৮:১৯, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৪৭, ২৪ জানুয়ারি ২০২৫

শাহবাগী গোসল কর বলতে কী বুঝায় শিবির?

ছবি : সংগৃহীত

প্রায় তিন দশক পর গত বছর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে 'Ask Shibir, Know Shibir' শীর্ষক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছে তারা।

 বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় আয়োজনটি।

'Ask Shibir, Know Shibir' শীর্ষক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ্এক ছাত্রের প্রশ্ন ছিল, আপনারা হচ্ছে ঢাকায় একটা এক্সিবিশন করেছেন, ওইখানে একটা স্লোগান ছিল, ‘শাহবাগী গোসল কর’। তো আপনারাই যদি বলেন, আপনারা ট্যাগিং চান না, কিন্তু আপনারা হচ্ছে এই ওয়ার্ড গুলো ইউজ করছেন, এটা, শাহবাগী এক ধরনের ট্যাগিং, তো এই জায়গা থেকে হচ্ছে যদি আপনারা বলেন, আপনারা ট্যাগিং এর রাজনীতি চান না, কিন্তু আপনারা এবার অন্য একটা পক্ষকে হচ্ছে এভাবে ট্যাগ দেন, এটা তো ঠিক না?

জবাবে কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শাহবাগী গোসল করা নিয়ে প্রশ্ন করেছেন, আসলে এটাকে আমরা শাহবাগী ট্যাগিং এ বলছি না। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, শাহবাগটা আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল?  শাহবাগের মূল তত্ত্বটা কি ছিল? থিওরিটা কি ছিল?

তারা বলছে যে, আমি কোন বিচার চাই না, আমি ফাঁসি চাই। এর চেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ কিছু আর হতে পারে! এবং সেই শাহবাগ তার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদেরকে ২৪ এর এই প্রেক্ষাপটে এসে, শত শত হাজার হাজার মায়ের বুক খালি করতে হয়েছে। যদি সেদিন আমরা শাহবাগকে থামাতে পারতাম, শাহবাগকে যদি পরিশুদ্ধতা বাধ্য করে করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে ২৪শে এসে হাজার হাজার মায়ের বুকগুলো এভাবে খালি করতে হতো না। তো আমরা শাহবাগকে মূলত এখানে একটা সিম্বলিক অর্থে মিন করছি। এটা কোন ধরনের ট্যাগিং, কোন ব্যক্তির সাথে জড়িত না, বরং এটা ফ্যাসিবাদের সাথে জড়িত। আর গোসল করার দ্বারা আমরা যেটা মিন করছি, সেটা হচ্ছে আসলে পরিশুদ্ধতা। এখানে গোসল করা মানে, তাকে পানিতে ডুবাইতে হবে অথবা পানিতে গোসল করতে হবে সেটা না।

মূলত ফ্যাসিবাদকে একটা সিম্বলিক অর্থে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে, আমরা মূলত এটিকে মিন করছি।

মো. মহিউদ্দিন

সম্পর্কিত বিষয়:

×