প্রতীকী ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি ও সারা বিশ্বের ৮৫০ কোটি মানুষ যার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছেন সেই বীর শহীদের নাম আবু সাঈদ। জুলাই বিপ্লবে শহীদরা আকাশের তারা হয়ে আছেন। সারা জীবন চেষ্টা করেও তাদের ঋণ শোধ করা যাবে না। তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, শহীদদের প্রতি সম্মান দেখান, চাঁদাবাজি, মামলাবাজি, দখলবাজি, দখলদারিত্ব বন্ধ করুন। এসব বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।
জামায়াত আমির ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে জামাত আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনের ট্রাকের উপর লাশ ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এসব লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি, পরিবারের সদস্যরা এখনো অপেক্ষা করছেন। খুন ও লাশ গুম করতে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছিল। জুলাই আন্দোলনের প্রত্যেকটি খুনের বিচার হতে হবে।
তাবিব