ছবি: সংগৃহীত।
জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে আওয়ামী লীগ ও এর শীর্ষ নেতাদের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১০-১২ দিন ধরে আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যপর্যায়ের নেতাদের অন-ক্যামেরায় কথা বলার জন্য চেষ্টা করেও সফল হননি।
এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথেও আলাপের চেষ্টা করা হয়, তবে তিনি আল-জাজিরার সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তিনি এ পোষ্টে উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে শেখ হাসিনার কোনো জনসমক্ষে উপস্থিতি দেখা যায়নি এবং শোনা যাচ্ছে তিনি ভারতে গৃহবন্দি অবস্থায় আছেন।
জুলকারনাইন আরও লেখেন, “প্রত্যেক নেতার মধ্যেই একপ্রকার ভীতি ও আতঙ্ক কাজ করছে। অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন কর্মীদের আচরণ তাকে কৈশোরের উত্তেজনাপূর্ণ দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তাদের উত্তেজনামূলক আচরণ এবং বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন চিন্তাধারা তাদের অসহায়ত্বকে প্রকাশ করে বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, “এতিমদের মতো অবস্থা হলে ফ্যান্টাসাইজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এটাই তাদের হ্যালুসিনেশনের কারণ।”
সূত্র: https://www.facebook.com/716730766/posts/10162185686455767/?rdid=dfuG4rVs0ywaLyWK#
সায়মা ইসলাম