ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

যে কারণে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি

 নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২২:১৩, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:১৬, ২৩ জানুয়ারি ২০২৫

যে কারণে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি

শামা ওবায়েদ রিংকু

সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি আমরা দেখতে চাই না। অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন দেশ শাসন করবে- সেটাও মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। 

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামা ওবায়েদ আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা ১৭ বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেন আবার আমাদের রাজপথে নামতে না হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় শহিদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, সংস্কার আমরাও চাই। কারণ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের সংস্কার করা সম্ভব। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং সংস্কারের নামে বছরের পর বছর সময়ক্ষেপণ করা- সেটা আমরা চাই না।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেওয়া হয়েছে, সংস্কারের জন্য এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, পৌর ওলামা দলের সভাপতি মাওলানা সাইদুর রহমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন, মাহমুদুল ইসলাম বাবু, আলী আকবর শরীফ আরমান প্রমুখ।

আশিক

×