ছবিঃ সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি বক্তব্যকে কেন্দ্র করে নাহিদ ইসলাম তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টেলিফোনে বলেছেন, সরকারে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা রাজনৈতিক দল করলে ঐ সরকার নিরপেক্ষ থাকতে পারে না। বিএনপি মহাসচিবের মতো অভিজ্ঞ রাজনীতিক যখন কোনো কথা বলেন, তখন অবশ্যই এর যৌক্তিক কারণ আছে। তা না মানার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, যারা সরকারে আছে তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তারা কী নিরপেক্ষ হইলো। মির্জা ফখরুল তো ঠিক কথাই বলেছেন। বিএনপি কি চায় এটা নিয়ে একজন উপদেষ্টা মন্তব্য করেছে, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি মনে করি, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে যদি কেউ মন্তব্য করে, সেই মন্তব্যের উপরে আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না।
রিফাত