ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নাহিদ ইসলামের করা পোস্ট নিয়ে যে বার্তা দিলেন সারজিস আলম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:১৯, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫

নাহিদ ইসলামের  করা পোস্ট নিয়ে যে বার্তা দিলেন সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের আজকের ভেরিফায়েড ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। তার পোস্টে ১/১১ পরিস্থিতি, জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা, এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে গভীর বিশ্লেষণ উঠে এসেছে।

সারজিস আলম, যিনি নিজেও রাজনীতি ও সামাজিক ইস্যুতে প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত, নাহিদ ইসলামের এই পোস্টের প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, "নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিনে তিনবার করে আগামী সাতদিন পড়বেন।"

নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, ১/১১-এর অভ্যুত্থানের পর দেশে জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সমন্বয়ে জাতীয় সরকার গঠন হলে দেশের বর্তমান বাস্তবতা ভিন্ন হতে পারত। তবে বিএনপির অনীহা ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে তা সম্ভব হয়নি।

জাফরান

×