ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

উপদেষ্টা নাহিদ

এই ’জাতীয় ঐক্য’ লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো !

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:০৮, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫

এই ’জাতীয় ঐক্য’ লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো !

ছবিঃ উপদেষ্টা নাহিদ (সংগৃহীত)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১/১১ পরিস্থিতি, জাতীয় সরকার, এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, ৩ আগস্ট থেকেই তারা কোনো সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেবেন না বলে স্পষ্ট জানান। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনার মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা জরুরি ছিল। তবে বিএনপি এতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। নাহিদ মনে করেন, অভ্যুত্থানের পরপরই জাতীয় সরকার গঠনের প্রয়োজন ছিল। 

নাহিদ ইসলাম সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায় এই 'জাতীয় ঐক্য' লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো!"

ছাত্র-জনতাকে অভ্যুত্থানের মূল শক্তি আখ্যা দিয়ে তিনি বিএনপিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি মনে করেন, ছাত্রদের সঠিক অবস্থানই বর্তমান সরকারকে ১/১১-এর সরকারের থেকে ভিন্ন করে তুলেছে।

সূত্রঃ https://www.facebook.com/share/15tHDFJSFL/?mibextid=xfxF2i

জাফরান

×