জয়নুল আবদীন ফারুক
জিয়াবাদ আর মুজিববাদ চলবে না' বলায় নাসির উদ্দিন পাটোয়ারীকে কড়া জবাব দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি এক সমাবেশে বলেন, পাটোয়ারী সাহেব আমার খুব প্রিয়ভাজন লোক। রাজনীতিতে অত্যন্ত সম্মান করি পাটোয়ারী সাহেবকে।
কিন্তু জিয়াবাদ আর মুজিববাদ চলবে না উনি যে কথা কথাটুকু বলেছেন, যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছে, যে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যে জিয়া বিশ্বে মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে, যে জিয়া সার্ক গঠন করেছে। যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া দেশের সকল রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ঐক্য দেশ গড়ে তুলে দেশ পরিচালনা করেছে। সে জিয়াকে নিয়ে আর জিয়াবাদকে নিয়ে দয়া করে কোন কটুক্তি করবেন না।
সূত্র: https://www.youtube.com/watch?v=3nvCFEPoXF8
আশিক